Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজার জেলা কারাগারে মৃত্যুবরণ করা বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে পাঠানো হয় আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী।
রোববার (২৩ মার্চ) বিকেলে নিহত আলাউদ্দিনের বাড়িতে পৌঁছান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। তারা আলাউদ্দিনের ছেলে শামীম আহমদসহ পরিবারের সদস্যদের হাতে ঈদের উপহার, নগদ অর্থ এবং তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ড তুলে দেন।
জেলা বিএনপির নেতারা জানান,’তারেক রহমান পরিবারের খোঁজখবর রাখছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। শুধু ঈদের শুভেচ্ছা নয়, ভবিষ্যতেও যে কোনো সহযোগিতায় দল পাশে থাকবে বলেও জানান তাঁরা’।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,২০২৩ সালের ১০ জানুয়ারি রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে শারীরিক নির্যাতনের শিকার হন বিএনপি নেতা আলাউদ্দিন। আহত অবস্থায় তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর পরিবার ও বিএনপি পক্ষ থেকে অভিযোগ উঠে,এটি ছিলো পূর্বপরিকল্পিত রাজনৈতিক হামলা।