বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দির্ঘায়ু কামনা করে শেরপুরের নালিতাবাড়ীতে শহরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আনারের সভাপতিত্বে নালিতাবাড়ী পৌরশহরের তাওয়াক্কুলিয়া মাদ্রাসা মোড়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপির
সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ নুরুল আমিন, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী দেওয়ান, সামিদুল ইসলাম মুন্সী, আশরাফ আলী ভ্যারাইটিস, শহর বিএনপির সাবেক আহবায়ক ও পৌরসভার মেয়র আনোয়ার হোসেন ভিপিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পৌরশহরের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেনের উপস্থাপনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা,শহর এবং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংঠনের বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
Lal Md. Shahjahan Kibria
Sherpur