Anisur Rahman, Savar Correspondent:
ছাত্রদলের কেউ কখনো চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত হবেন না। যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।

সাভারের শিমুলিয়া ইউনিয়নের কাছৈর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেটের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের যুব সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং সকল প্রকার অসামাজিক কাজ থেকে দূরে থাকতে হবে। খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব এবং সুস্থ জীবনধারায় গড়ে তোলে।”
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন বুলবুল, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভসহ শিমুলিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খেলাটি দেখতে এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।