স্টাফ রিপোর্টার, পাবনা:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান পাবনা-৩ আসনে কৃষিবিদ হাসান জাফির তুহিনকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এখন আর কারও মতামতের সুযোগ নেই। তাই সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তার সিদ্ধান্ত মেনে নিয়ে তুহিন ভাইয়ের পাশে দাঁড়ান, ধানের শীষের জন্য কাজ করুন।”
বুধবার (২ জুলাই) বিকেলে চাটমোহর উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনকে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করেছে বিএনপি। তার প্রার্থীতা ঘোষণায় শুভেচ্ছা জানাতে এদিন আনন্দ মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল।
আনন্দ মিছিল ও পথসভা
চাটমোহর পৌর সদরের দোলং এলাকা থেকে অ্যাডভোকেট রুমার নেতৃত্বে মিছিলটি বের হয়ে হাসপাতাল গেট, থানা মোড়, স্টার মোড় ঘুরে চাটমোহর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন:
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাঁদ হোসেন শামীম
যুগ্ম আহ্বায়ক জান্নাতুন নাঈম জুঁই
ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব প্রমুখ।
“দল যা সিদ্ধান্ত নেয়, সেটিই চূড়ান্ত” – রুমা
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমা বলেন, “পাবনা-৩ আসনে চাটমোহর থেকে অনেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন। আমি নিজেও একজন মনোনয়ন প্রত্যাশী ছিলাম। তবে বিএনপিতে মনোনয়ন দেয়ার এখতিয়ার কেবল দলের। তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটিই ফাইনাল সিদ্ধান্ত। সেখানে পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “বিগত দিনগুলোতেও দেখা গেছে, এক আসনের প্রার্থীকে অন্য আসনে পাঠানো হয়েছে। এটি নতুন কোনো বিষয় নয়। দলের প্রয়োজনেই কৃষিবিদ তুহিনকে এখানে আনা হয়েছে। যদি এখানকার নেতৃত্বে তার সমান যোগ্য কেউ থাকতেন, তাহলে হয়তো প্রয়োজন পড়ত না। এখন আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করা।”