Barisal Correspondent:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাকেরগঞ্জ উপজেলা ও পৌর শাখার কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ জুলাই ২০২৫ (রবিবার) বিকেল ৪টায় বাকেরগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীনের) যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১২ জুলাইয়ের মধ্যে বাকেরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে নতুন কমিটি গঠন করার। পাশাপাশি, গতকালের ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত কোনো ব্যক্তিকে বিএনপির নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত না করার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।