মনির হোসেন, বেনাপোল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যশোর জেলার শার্শা উপজেলাধীন লক্ষণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেলে লক্ষণপুর মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হাই এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-দপ্তর সম্পাদক মো. সাইদুজ্জামান ও অর্থ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন; বেনাপোল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি; উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা; ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াইমিনুল সাগরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, তারা বর্তমান সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান।