Mashiur Rahman Russell, Staff Reporter:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই মানববন্ধনে ছাত্রদল নেতারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা ও সভাপতি পদপ্রত্যাশী মো. সোহান খলিফা, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. রাতুল ইসলাম,
মো.ওয়ালিউল্লাহ ও সিনিয়র সহ-সভাপতি পদপ্রত্যাশী মো. ইমন ফকিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতারা বলেন, নারীদের প্রতি সহিংসতা দিন দিন বাড়ছে, কিন্তু অপরাধীরা শাস্তি পাচ্ছে না। প্রশাসনের ব্যর্থতায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।