মো. ইলিয়াস সানি , তজুমদ্দিন (ভোলা):
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে তজুমদ্দিন উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে নেতাকর্মী, স্থানীয় সচেতন নাগরিক ও নারী নেত্রীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। অপরাধী যেই হোক, ছাড় দেওয়ার সুযোগ নেই।” তারা আরও জানান, নারী ও শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বরদাশত করা হবে না।
তবে এই ঘটনায় বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনগুলোর নাম ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানানো হয় মানববন্ধনে। বক্তারা দাবি করেন, অভিযুক্ত আলাউদ্দিন নামের একজন ব্যক্তি আগে শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও বহু আগেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার পর তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বক্তারা বলেন, “এই ন্যক্কারজনক ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র চলছে। কিছু ভুয়া ফেসবুক আইডি ও পক্ষপাতদুষ্ট গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে দলীয়ভাবে ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবাই এক কণ্ঠে দাবি জানান—সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই বর্বর ঘটনার অবসান ঘটানো হোক।
এদিকে ঘটনাটি স্থানীয়ভাবে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলেও তীব্র নিন্দা জানানো হচ্ছে।