ভাণ্ডারিয়া (পিরোজপুর):
দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে এক কাউন্সিল অধিবেশনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদ সোহেল মনজু। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনির হোসেন আকন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজাদ।
উল্লেখ্য, গত ৯ জুলাই ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ১১ জুলাই উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলরদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক আহমেদ সোহেল মনজু এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব মনির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এবং পিরোজপুর জেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নুরুল ইসলাম বাবুল প্রমুখ।
নবনির্বাচিত আহ্বায়ক আহমেদ সোহেল মনজু বলেন, “দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতা-কর্মীদের সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির কমিটি গঠন হয়েছে। এতে সংগঠনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।”