Sylhet Bureau:
নগরীর কয়েকটি স্থানে গাছের ডাল কেটে ঈদ শুভেচ্ছা লাগানোর অভিযোগে সিলেট মহানগর বিএনপি সহ সভাপতি মোঃ আমির হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। ৪ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাশাপাশি বিষয়টি অবগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারন সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীকে নোটিশ পাঠানো হয়।
প্রেরিত নোটিশে জানা যায়, সিলেট মহানগরের কয়েকটি স্থানে রোড ডিভাইডারে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড লাগান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিলেট মহানগরের সহ সভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন। যার জন্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হয়।
নোটিশে জানানো হয় এতে দলীয় নির্দেশনা ও শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশক্রমে গর্হিত কাজের জন্য আগামী ৩ মাসের জন্য মোঃ আমির হোসেনের প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ স্থগিত করা হয়।