জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, অন্তবর্তীকালী সরকার সংস্কারের কথা বলে কাল ক্ষেপণ করছেন। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। রাষ্ট্র ক্ষমতায় একটি নির্বাচিত সরকার না এলে দেশ কখনোই এগিয়ে যাবে না। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই সংস্কার সংস্কার না করে যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন দিন। আমাদের বিশ্বাস, একটি সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র পরিচালনায় আসবে বিএনপি আর প্রধান মন্ত্রী হবেন তারেক রহমান। দেশ এখন এলোমেলোভাবে চলছে। এই এলোমেলোভাব কাটাতে হলে একটি গণতান্ত্রিক সরকারের দরকার। যত সময় যাবে জটিলতা ততই বাড়বে। দেশের ১৮ কোটি মানুষ চায় একটি গণতান্ত্রিক ভোটের সরকার।
সোমবার সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের আয়োজনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ একটি কারাগারের মধ্যে বসবাস করেছে। কথা বলতে পারেনি। ভোট দিতে পারেনি। স্বাধীনতা বলতে কিছুই ছিলো না। জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অগণতান্ত্রিক, মাফিয়া সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানুষ মুক্ত হয়েছে। তারেক রহমান প্রবাসে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমরা যে বিজয় পেয়েছি তা আংশিক বিজয়। যেদিন একটি সুষ্ঠু ও অবাদ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ক্ষমতায় বসবে সেদিন হবে আমাদের পূর্ণাঙ্গ বিজয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যপারে তিনি বলেন, যখনই সরকার একটি নির্বাচনী দিনক্ষণ ও রোডম্যাপ ঘোষণা করবেন তখনই সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আইনশৃঙ্খলার অবস্থারও উন্নতি ঘটবে। আইনের প্রতি মানুষের আস্তা বাড়বে। নির্বাচনী আসন সুনামগঞ্জ-৩ নিয়ে তিনি বলেন, সুনামগঞ্জ-৩ আসনের মানুষ যদি আমাকে সংসদে পাঠান তাহলে শান্তিগঞ্জ-জগন্নাথপুরের মানুষকে শান্তিতে রাখতে হলে যা যা করণীয় আমি তা তা করবো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করবো।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপরি আহ্বায়ক হাজি জালাল উদ্দিন। আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মুকিত, নূর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে যুবদল নেতা ফরিদ গাজী। ইফতার ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন শান্তিগঞ্জ জমিয়তে উলামায়ে ইসলামের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাও. খলিলুর রহমান। এসময় জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ওলামাদল, ছাত্রদল ও প্রজন্মদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।