মঙ্গলবার গুলশানের হোটেল লেক শোরে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত ইফতার পার্টিতে বিএনপি নেতা মির্জা আব্বাস গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “একটি বিশেষ দল সম্পর্কে আপনারা কোনো সাংবাদিক কিছুই লিখছেন না। পর্দার অন্তরালে আরও অনেক কিছু ঘটছে, কিন্তু আপনারা শুধু বিএনপি সম্পর্কে বাড়িয়ে লিখছেন।” তিনি প্রশ্ন তোলেন, “কোন ব্যবসায়ী হেলিকপ্টারে বেড়াতে যায়, কে কাকে কত টাকা দেয়, এসব কেন লিখছেন না?”
তিনি আরও বলেন, “অবৈধ টাকার লুটেরা ব্যবসায়ীরা বাংলাদেশকে অসুস্থ করে তুলছে। তারা গণতন্ত্রকে ধ্বংস করছে। আপনারা সচিবালয়ে খোঁজ নিন, আওয়ামী দোসররা কীভাবে সব জায়গায় অবস্থান নিয়েছে।” মির্জা আব্বাস গণমাধ্যমকে সতর্ক করে বলেন, “টাকা দিয়ে সব সাংবাদিককে কেনা যায় না।”
ইফতার পার্টিতে বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।