Md. Hasanur Zaman Babu, Chittagong.
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম আজ ১৪ এপ্রিল-২৫ সোমবার সকাল ১০টায় পটিয়া পৌরসভাস্হ ইন্দ্রিপোল থেকে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাদ্যযন্ত্রবাজিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে,বাংলার সংস্কৃতির ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন উপকরণ ব্যানার প্যাস্টুন নিয়ে নেচে গেয়ে এই আনন্দ শোভাযাত্রা আনন্দ ভাগাভাগি করে অংশ গ্রহণ করেন।
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব মীর মুহাম্মদ নাছির উদ্দীনের সুযোগ্য সন্তান চট্টগ্রাম তরুণ রাজনীতির আইকন জননেতা আলহাজ্ব মীর মুহাম্মদ হেলাল উদ্দিন।
সকাল ১০টায় শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি মীর মুহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে পটিয়া পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া সরকারি কলেজ মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা আলহাজ্ব ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিঃ যুগ্ম আহ্বায়ক জননেতা আলী আব্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জননেতা লায়ন হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জননেতা মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা,বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা আলহাজ্ব সৈয়দ শাহাদাত আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক বদরুল খায়ের চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব রেজাউল করিম নেছার চেয়ারম্যান।
চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম,সাবেক ছাত্রদল নেতা আলহজ্ব শহিদুল ইসলাম সাজ্জাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন সালাম মিটু,চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য সচিব মোঃ জমির উদ্দিন মানিক,চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা মোঃ তারেক রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রবিউল হোসেন রবি সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।