Humayun Kabir Miraj:
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কাজী আহসান হাবীব সম্রাট।
বৃহস্পতিবার (২৭ তারিখ) বিকেলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের আসিফ চত্বরে এই মানবিক আয়োজন সম্পন্ন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ করেন কৃষকদল নেতা কাজী আহসান হাবীব সম্রাট।
ইফতার বিতরণকালে কাজী আহসান হাবীব সম্রাট বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মানুষের সেবায় কাজ করছি। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কৃষকদল জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
ইফতার বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আব্দুল রাজ্জাক, সাতক্ষীরা সদর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আরাফাত হোসেন, মো. ইশারুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পবিত্র রমজান মাস উপলক্ষে সাতক্ষীরা জেলা কৃষক দল সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করবে। এই উদ্যোগের মাধ্যমে অসহায় পথচারী ও দরিদ্র মানুষ ইফতার গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।