জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ইউপি সদস্য সেলিম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে ফেইসবুক লাইভে অপপ্রচার ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জয়পুরহাটে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা হাবিবুর রহমান। শনিবার বেলা ১১টায় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের হলররুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উন্নযনমূলক কাজ চলছিল দীঘিরপড়া কাশিড়া এলাকার সে সময ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন কাজে বাঁধা প্রদান করে। আমার ইউনিয়নে আমি সহ ১৩ জন সদস্য এর মধ্যে উল্লেখযোগ্য সেলিম হোসেন, আদুল বাছেদ বিগত পতিত সরকারের আঃলীগ নেতা ছিলেন। এর মধ্য তারা বিভিন্ন মামলায় পালাতক রযেছেন। এই সেলিম আমার বিভিন্ন কাজে বাঁধাসহ নানা অনিয়মের সাথে সে জড়িত।
তার এই নানা অনিয়মের জন্য তাকে পরিষদ থেকে কারন দশনার নোটিশ করা হয়। তার প্রেক্ষিতে সে গত ২৭ মার্চ রাতে ক্ষিপ্ত হয়ে আমার নামে নানা অপরাধের কথা সোশ্যাল মিডিয়া ফেসবুকে অপ্রচার করে বলাবলি করে। সে আমার নামে বিভিন্ন মিথ্যা কথাবর্তা বলে, এতে আমার সম্মানহানী হয়। প্রিয় সাংবাদিক ভাইরেরা সেলিম মেম্বার মিথ্যা আপবাদ দিয়েছে। তা সম্পূন্ন মিথ্যা ও ভিত্তিহীন বিষয়টি তদন্ত সাপেক্ষে আপনারা নিউজ করবেন এবং সত্য প্রচার করবেন এই প্রতাশা করছি।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য আব্দুল বাছেদ ও সেলিম হোসেন বাদে সকল সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গোপীনাথপুর ইউনিয়ন ইউপি সদস্য সেলিম সাংবাদিকদের জানান৷ আমি যে অনিয়ম তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করেছি সম্পূর্ণ ঘটনা সত্য৷ আজকে চেয়ারম্যান হাবিবুর রহমান যে সংবাদ সম্মেলন করেছে তা সম্পূর্ণ মিথ্যা৷