সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ও কালীগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের মাঝে পানির বোতল ও খাবার স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বসার ব্যবস্থা করেছেন। এ কর্মসূচী মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ দিন পর্যন্ত কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে চলবে বলে জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।
সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সার্বিক সহযোগিতায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য এমন কর্মসূচি পালন করা হচ্ছে। এই কর্মসূচি পরীক্ষার শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ সহ পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেন্সিলের ব্যবস্থা করা হচ্ছে।
এমন সুন্দর ব্যবস্থা করায় ছাত্রদলের নেতৃবৃন্দদের প্রশংসা করেন অভিভাবকবৃন্দ। কয়েকজন অভিভাবক জানান, পরীক্ষা কেন্দ্রে এসে অভিভাবকদের তীব্র গরম সহ্য করতে হয়। ছায়ার মধ্যে বসার জায়গা খুঁজতে হয়। এই সময় ছাত্রদল ব্যতিক্রম উদ্যোগ নিয়ে আমাদের জন্য পানি ও স্যালাইন বিতরণ করছেন। পাশাপাশি ছায়ায় বসার জন্য শামিয়ানার ব্যবস্থা করেছেন। আসলে বিষয়টি প্রশংসার দাবিদার।
এই সময় কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লাব্বি হাসান লাভু, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার আহবায়ক হাসিবুল হাসান শান্ত, যুগ্ম আহবায়ক রাসিদুল ইসলাম জীবন, শ্রমিক কলেজ শাখার ছাত্রনেতা প্রত্যয়, রাকিব, সাদিম, শাওন, হাম্মাত, চয়ন ও আরাফাত উপস্থিত ছিলেন।