Faridpur District Representative:
শীত কেটে শুরু হয়েছে বসন্ত। চলছে ফালগুন মাস। চারিদিকে মৃদ আবহাওয়া। এই বসন্তের আবহাওয়ায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ও রাস্তার পাশে উঁকি মারছে শিমুল ফুল। ফুলের উপর আনন্দে মাতোয়ারা দেশীয় পাখিরা।
গ্রামের মাথার উপর দিয়ে লাল ফুল চোখে পড়ে মন প্রফুল্ল হয়ে ওঠছে মানুষের। ছোট ও বড় শিমুল গাছে রয়েছে লাল রঙয়ের ফুল। এই লাল ফুল থেকে বের হবে শিমুল ফল। আর শিমুল ফল থেকে তৈরি হবে তুলা। যে তুলা বর্তমান দেশের জনপ্রিয় শিমুল তুলা হিসেবে পরিচিতি।
জানা যায়, অন্যান্য গাছের ভীড়ে শিমুল গাছ আগের চেয়ে অনেক কমে গেছে। কারণ এই শিমুল গাছের কাঠ থেকে দীর্ঘ মেয়াদী কোন জিনিস তৈরি হয় না। তবে বাড়িতে, রাস্তার পাশে বেড়ে ওঠা গাছগুলোই লাল ফুলে উঁকি দিয়ে মনে করিয়ে দেয় শিমুল ফুলের কথা। এ যে এক চির চেনা গ্রাম বাংলার রুপ।