ওমর ফারুক হৃদয়; সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম ফটো এবং ভিডিওগ্রাফার বাংলাদেশের কুমিল্লা শহরের ছেলে মো খায়রুল ওয়ারা ইমন।ফ্যাশন,মডেলিং ইন্ডাস্ট্রিসহ কর্পোরেট প্রোগ্রামে মানসম্মত কাজের সুবাদে অর্জন করেছেন ব্যাপক সুনাম।
সংযুক্ত আরব আমিরাতে জনপ্রিয় ফটোগ্রাফারদের নামের তালিকায় রয়েছে বাংলাদেশের ছেলে ইমনের নাম। সংযুক্ত আরব আমিরাতে ছবি তুলে মানুষের মন কেড়েছেন ইমন।তার এই পথচলা, স্বপ্ন, ভবিষ্যত পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবি তোলা ও ভিডিও গ্রাফি করা শখ এবং নেশা।বিশেষ শখ ফটোগ্রাফি। একটি ভালো ছবির মাধ্যমে একটি মানুষকে ভালোভাবে উপস্থাপন করাটা আমার অন্যরকম আনন্দ। মুলত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা অন্যরকম নেশার মতো।ছবি তোলার নেশাটা মন থেকে কখনই হারায়নি।

দুবাই আসার পর আমি চাকরির পাশাপাশি নিজের ফটোগ্রাফির নেশাটা ধরে রাখলাম আলহামদুলিল্লাহ এখন অনেক স্বনামধন্য কোম্পানিসহ বিশ্বের বিভিন্ন ফ্যাশন শো প্রোগ্রামে কাজের সুযোগ পাচ্ছি।ইমন আরো বলেন, ‘খুবই ভালো লাগে যখন বিশ্বের নামি-দামি কোম্পানি সহ জনপ্রিয় ফ্যাশন শো এবং বিভিন্ন কর্পোরেট কোম্পানির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য ডাক পাই। যারা আমার এ অবস্থানে আসতে ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’