Shah Alam Jahangir, Comilla Correspondent:
“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।
শনিবার (২৪ মে) হোমনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চারটি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিতর্কের বিষয় ছিল—“অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”। পক্ষে-বিপক্ষে বিতার্কিকরা সাবলীল যুক্তি উপস্থাপন করেন।
চ্যাম্পিয়ন হয় কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। দলের দলনেতা আদিবা নির্বাচিত হন শ্রেষ্ঠ বক্তা হিসেবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম।
বিচারক ছিলেন হোমনা প্রেসক্লাব সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, মো. জহিরুল ইসলাম ও মো. আলী নেওয়াজ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শরাফ উদ্দিন মানিক ও শিক্ষক আবুল বাসার প্রমুখ।