মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
দেশব্যাপী ৩২৯টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্পের অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার বামরাই ইউনিয়নের বহরকাঠি হাটে একটি প্রতিষ্ঠান স্থাপনের দাবিতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরেজমিন তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি বহরকাঠি হাট এলাকা পরিদর্শন করেন। তদন্ত দলে আরও উপস্থিত ছিলেন বরিশালের আঞ্চলিক পরিচালক মোঃ আরিফুর রহমান, সহকারী পরিচালক এনায়েত করিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান এবং উপ-সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম.
স্থানীয়দের অভিযোগ, এলাকাবাসীর দাবি ও আবেদন সত্ত্বেও তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও ভূমি প্রশাসনের কতিপয় কর্মকর্তা যোগসাজশ করে বহরকাঠি হাটের জায়গাটিকে “ঝুঁকিপূর্ণ” দেখিয়ে প্রকল্পটি ভাঙনকবলিত মাহার মৌজায় সরিয়ে নিতে প্রস্তাবনা পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এই অনিয়মের বিরুদ্ধে বিদেশপ্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক সভাপতি জহির ডাকুয়া লিখিত অভিযোগ করলে কেন্দ্র থেকে তদন্ত টিম পাঠানো হয়।
পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা বহরকাঠি হাটের জমিতেই টেকনিক্যাল স্কুল স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন। উপস্থিত ছিলেন—
- বামরাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলু,
- সাবেক অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেন,
- অধ্যাপক জহিরুল ইসলাম,
- যুবদল নেতা আ.ফ.ম. শামসুদ্দোহা আজাদ,
- এডভোকেট সাইদুর রহমান,
- প্রেসক্লাব সভাপতি Mahfuzur Rahman Masum,
- General Secretary নাজমুল হক মুন্না,
- ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, বহরকাঠি হাটের জায়গাটি সরকারি খাস জমি, উঁচু ও স্থায়ী এবং যোগাযোগ সুবিধাযুক্ত। অপরদিকে মাহার মৌজার জায়গাটি নদী ভাঙনের হুমকিতে রয়েছে।
তদন্ত কমিটি স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নথিপত্র সংগ্রহ করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে বিস্তারিতভাবে রিপোর্ট আকারে উপস্থাপন করা হবে।
এলাকাবাসী আশা করছেন, দুর্নীতি ও প্রভাব খাটিয়ে প্রকল্প স্থান বদলানোর অপচেষ্টা রোধ করে, বহরকাঠি হাটেই দ্রুত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে।