Barisal Correspondent:
বরিশাল সদর সাব রেজিষ্ট্রী অফিসে দুদকের অভিযান। অভিযান টের পেয়ে জেলা রেজিস্টার মহসিন মিয়া লাপাত্তা।
১৬/৪/২০২৫ ইং বুধবার বেলা ৩ টার দিকে বরিশাল জেলা দুদক কার্যালয়ের একজন সহকারী পরিচালক মর্যাদার কর্মকর্তার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
তবে দুদক পরিচালিত অভিযানের তথ্য টের পেয়ে লাপাত্তা হয়ে যান জেলা রেজিস্টার মোঃ মহসীন মিয়া।
দুদক কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া সু নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক বরিশাল অফিস থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা বলেন, জমির মূল্য অনুযায়ী সরকার নির্ধারিত একটা উৎস কর থাকে কিন্তু এই উৎস কর ফাকি দিয়া কম টাকার কর সরকারি খাতে জমা দেওয়া সহ। এবং সদর উপজেলার চর বদনা মৌজার জমি রেজিষ্ট্রী করা সরকারি ভাবে নিষেধ থাকা সত্বেও উক্ত মৌজার জমি রেজিষ্ট্রী করা, জমির সঠিক কাগজ পত্র যাচাই বাছাই না করে ঘুষের মাধ্যমে দলিল সম্পাদন করা সহ নানা বিধ অভিযোগ রয়েছে সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে।
কিন্তুু অভিযান শুরুর আগেই সটকে পরেন রেজিষ্ট্রার মহসিন মিয়া। দুদকের পক্ষ থেকে তাকে ফোন করা হলে তিনি ছুটি নিয়ে অফিস ত্যাগ করেছেন এবং ঢাকার পথে আছেন বলে জানান।