জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আজ রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে এক বিশেষ ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আহত ছাত্র-ছাত্রীদের কুশল বিনিময় করেন, তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের সুস্থতা কামনা করেন।
আয়োজনে বিশেষ মুহূর্তসমূহ
✅ সেনাবাহিনী প্রধানের আন্তরিক বার্তা
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আপনাদের সাহসিকতা ও আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা। সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে আছে।”
✅ উপস্থিত অতিথিরা
অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, আহত শিক্ষার্থীরা ও তাঁদের পরিবারের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
✅ সেনাবাহিনীর সহমর্মিতা ও সমর্থন
সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের জন্য বিশেষ সহায়তা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়।
✅ সাহসী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
আহত ছাত্র-ছাত্রীদের ফুল ও বিশেষ ক্রেস্ট প্রদান করে তাঁদের সাহস ও অবদানের স্বীকৃতি জানানো হয়।
এই আয়োজনে সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের সুস্থতা কামনা ও তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।



