বাংলাদেশের জন্য শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
Staff Correspondent
ঢাকা: আন্তর্জাতিক বাস্তবতায় শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
আজ শুক্রবার, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি শান্তি ও স্থিতি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। শুধু প্রাণহানি নয়, আমরা মর্যাদাও হারিয়েছি। তবে এখন আমরা সাহসী, বিজয়ী ও মর্যাদাবান জাতি হিসেবে নিজেদের পরিচিতি লাভ করতে শুরু করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, “আমাদের অনেকের দুঃখ-কষ্ট থাকলেও, তা শহীদদের পরিবারের কষ্টের চেয়ে বেশি নয়। এখন সময় এসেছে সংযম ও সহিষ্ণুতা প্রদর্শনের।”
রাষ্ট্রদূত মুশফিকুল আনসারী তার পোস্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি লেখেন, “জাতিসংঘ স্বীকৃত খুনের নির্দেশদাতা ও লুটেরা হাসিনা এবং তার সহযোগীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তবে আওয়ামী লীগের সাথে একসময় যুক্ত প্রান্তিক মানুষদের সংশোধনের পথও উন্মুক্ত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
রাষ্ট্রদূত তার পোস্টের শেষে লেখেন, “আমি কোনো ব্যক্তি বা দলের পক্ষে নই, আমি বৈষম্যহীন ও উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের পক্ষে আছি।”
রাষ্ট্রদূতের এই মন্তব্য বাংলাদেশে ও প্রবাসী মহলে আলোচনার জন্ম দিয়েছে।