স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা এ ঘোষণা দেন।
শিক্ষার্থীদের দাবি: বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, ফুটপাত দখলমুক্ত ও আনসার বাহিনীর সক্রিয়তা
বিক্ষোভকারীরা জানান, হাসপাতালে প্রতিনিয়ত বহিরাগত ও অপরাধীচক্রের দাপট বেড়ে গেছে। তারা দাবি করেন:
- মিটফোর্ড ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ
- হাসপাতাল ও কলেজ সংলগ্ন ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ
- নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনীকে আরও কার্যকরভাবে সক্রিয় করা
এ সময় শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে জানান, “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রমে ফিরছি না। মিটফোর্ড কোনো মৃত্যুপুরী নয়।”
সোহাগ হত্যা: প্রকাশ্য নৃশংসতা ও শিক্ষার্থীদের ক্ষোভ
উল্লেখ্য, গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় কলেজের তিন নম্বর গেটের সামনে Local businessman চাঁদ মিয়া ওরফে সোহাগ (৩৯)-কে পাথর দিয়ে মাথায় আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনা পুরো ক্যাম্পাস এবং রাজধানীতে চরম আতঙ্ক ও ক্ষোভের জন্ম দেয়.
ঘটনার পরপরই নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ রোববার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
সচিবালয়ের দিকে পদযাত্রা, পুলিশের বাধা
শাটডাউনের ঘোষণা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নেন। তবে এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং অনুরোধ করে ক্যাম্পাসেই অবস্থান নিতে।
সামাজিক প্রতিক্রিয়া ও দেশব্যাপী বিক্ষোভ
মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারাদেশে চলছে ক্ষোভ ও প্রতিবাদ। অন্যান্য মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা সংহতি জানিয়ে কর্মসূচি পালন করছেন।