অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তাঁর বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগরের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) ছানাউল্ল্যাহ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৩ এপ্রিল মামলায় হাজির না হওয়ায় শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আজ শুনানিতে বাদীপক্ষ থেকে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
যাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন—শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, ভাই মাহিন আফরোজ, বোন সেঁজুতি ও তাঁর স্বামী সাব্বির, শাওনের বাবার বোনের ছেলে মোখলেছুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, সিটিজেন কেবলসের মহাব্যবস্থাপক সুব্রত দাস এবং হিসাব বিভাগের প্রধান মাইনুল হোসেন।
মামলার বাদী নিশি ইসলাম দাবি করেন, প্রকৌশলী মোহাম্মদ আলী তাঁকে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন, তবে তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন। বিয়ের কথা গোপন রাখতে ও চাপ প্রয়োগের অংশ হিসেবে বাদীকে গুলশানের বাসায় শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। মামলায় অভিনেত্রী শাওনের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
পরে বাদীকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশে সোপর্দ করার অভিযোগও করা হয়। মামলাটি আমলে নিয়ে আদালত শাওনসহ ১২ জনের বিরুদ্ধে সমন জারি করেন। বর্তমানে পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপপরিদর্শক শাহ আলম জামিনে রয়েছেন। ঘটনাটি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং এর আইনি পরিণতি নিয়ে চলছে নানা আলোচনা।