ঢাকার একটি আদালত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৪৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং বেশ কয়েকটি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন।
রোববার (২০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আদালতের নির্দেশে রাজধানীর বনানীতে তার মালিকানাধীন তিনটি অ্যাপার্টমেন্ট, পরিবাগ এলাকার একটি ফ্ল্যাট, এবং তার ব্যবহৃত তিনটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নামে স্থাবর ও অস্থাবর বহু সম্পদের খোঁজ মিলেছে।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব সম্পদ যেকোনো সময় হস্তান্তর বা মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা চলমান তদন্তের পথে অন্তরায় হতে পারে। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং সম্পদসমূহ জব্দ করা প্রয়োজন হয়ে পড়ে। আদালত দুদকের এই যুক্তিকে গ্রহণ করে আদেশ মঞ্জুর করেন।
এই পদক্ষেপকে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে দেখছেন অনেকে। তদন্তে দোষী সাব্যস্ত হলে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।