আওয়ামী লীগের এমন সমর্থক যারা বিএনপির ওপর কোনো জুলুম-নির্যাতন করেননি এবং দলটির কর্মকাণ্ডে বাধা দেননি, তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “যারা সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ—এমন কাউকে সদস্য করা যাবে না। আওয়ামী লীগ সমর্থক হলেও যদি তারা বিএনপির বিরুদ্ধে কাজ না করে, বরং সহযোগিতা করে থাকে, তাহলে তাদের দলে নিতে কোনো বাধা নেই।”
তিনি আরও বলেন, “গোপনে কাউকে বিএনপির সদস্য করা যাবে না। প্রকাশ্যে সদস্য হতে হবে, তা ভিডিও ও ছবিতে ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাই আন্দোলনের অংশ। বিএনপির সদস্য হওয়া মানে আন্দোলনে অংশ নেওয়া।”
নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, “সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ একটি রাজনৈতিক দায়িত্ব। এটাকে অন্ধকারে নয়, দিনের আলোয় সম্পন্ন করতে হবে। এটি বিএনপির ভবিষ্যৎ গঠনের ভিত্তি তৈরি করবে।”
তিনি বলেন, “বিএনপি দেশের বৃহত্তর দল। তাই দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে এই সদস্য কার্যক্রমের আওতায় আনতে হবে। সদস্য নবায়নের মধ্য দিয়ে বিএনপির নতুন যাত্রা শুরু হয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।