রাজধানীর পল্লবী এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে পল্লবীর আলাব্দিরটেকে অবস্থিত ‘এ কে বিল্ডার্স’ নামক প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।
হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁদার দাবি ও হামলার অভিযোগ
এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান Tell me,
“সপ্তাহ তিনেক আগে জামিল নামের এক ব্যক্তি বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। আমরা রাজি না হওয়ায় জামিল তার লোকজন নিয়ে দুই দফায় হামলা চালায়। তারা সিসি ক্যামেরাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীও নিয়ে যায়।”
He also said,
“শুক্রবার বিকেলে ২৫-৩০ জন সন্ত্রাসী হঠাৎ করেই এসে প্রতিষ্ঠানে হামলা চালায় ও গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।”
Police statement
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম Said,
“ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ২৫-৩০ জন শুক্রবার বিকেলে গুলি চালায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
তদন্ত ও নিরাপত্তা
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দোষীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে.