বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন এবং সামাজিক রূপান্তরের প্রত্যয়ে কাজ করে যাওয়া বাংলাদেশের নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতার বিশ্ববিদ্যালয়ে এক প্রাঞ্জল বক্তৃতায় বর্তমান প্রজন্মকে স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন।
বক্তব্যে তিনি বলেন, “স্বপ্ন মানুষের মূল চাবিকাঠি। কল্পনাশক্তি আমাদের সেই স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যায়। কিছু অর্জন করতে হলে আগে কল্পনা করতে জানতে হবে।”
‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুদ এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অনুষ্ঠানে ড. ইউনূস কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমাদের প্রজন্ম বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় প্রজন্ম। নিজের মেধা কাজে লাগাও। পৃথিবীকে বদলে দেওয়ার সময় এখন।”
এই সফরের আগে তিনি আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে কাতারের রাজধানী দোহায় পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান।
ড. ইউনূসের এই বক্তব্য কেবল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেনি, বরং বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার ও উন্নয়নমূলক চিন্তাধারার এক সাহসী রূপরেখাও তুলে ধরেছে।