চারদিনের সরকারি সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার (২১ এপ্রিল) তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরে তিনি অংশ নেবেন ‘আর্থনা সামিট ২০২৫’-এ, যা টেকসই উন্নয়ন, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞানের সমন্বয় নিয়ে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলন।
এই সফর অনুষ্ঠিত হচ্ছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
সফরে তাকে সঙ্গ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
এবারের সফরের একটি ব্যতিক্রমী দিক হলো—প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় নারী ক্রীড়াঙ্গনের চার কৃতি প্রতিনিধিও সফরসঙ্গী হচ্ছেন। তারা হলেন: ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। এই পদক্ষেপকে নারী নেতৃত্ব ও ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অংশগ্রহণের ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকেই।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটে আলোচনা হবে কীভাবে ঐতিহ্য ও পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা যায়।
২২ ও ২৩ এপ্রিল—এই দুই দিনব্যাপী সম্মেলনে থাকছে উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠক, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের চিন্তাশীল ব্যক্তিত্ব ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।
এই সম্মেলনের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে।