মো. নূর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর থেকে প্রকাশিত দৈনিক কালবেলা-এর কালিয়াকৈর প্রতিনিধি ও শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক মনিরুজ্জামান নিখোঁজ হয়েছেন। বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে বুধবার (২১ মে) কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ মনিরুজ্জামান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের কামার কুমুল্লী গ্রামের আব্দুস সালামের ছেলে।
নিখোঁজের বিষয়ে তার স্ত্রী সালমা আক্তার জানান, গতকাল মঙ্গলবার সকালে মনিরুজ্জামান ভাড়ায় চালিত একটি প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি ছিল নিরঞ্জন সরকারের মালিকানাধীন (রেজি. নম্বর: ঢাকা মেট্রো-গ-১৯-১৯৭৮)। তার সঙ্গে ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
সালমা আক্তার আরও জানান, দুপুরে স্বামীর সঙ্গে মোবাইলে শেষবারের মতো কথা হয় এবং তিনি জানান যে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। একই কথা বলেন গাড়ির মালিক নিরঞ্জন সরকারের ভাই হরে কৃষ্ণ সরকার।
তবে এরপর থেকে মনিরুজ্জামান, নিরঞ্জন সরকার, প্রাইভেটকার ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল নম্বরগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান পরিবারটি।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ বিরাজ করছে। পরিবার ও সহকর্মীরা দ্রুত নিখোঁজদের সন্ধান ও নিরাপদে ফিরে আসার দাবি জানিয়েছেন।