Barisal Correspondent
পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা মো. খালেদ খান রবিনকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) ভোররাতে ঢাকার দক্ষিণ খানের কেসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে আটক করা হয়।
খালেদ খান রবিন বরিশালের চর কাউয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বরিশাল নগরীর আমতলা মোড় এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এরপর অসুস্থতার অজুহাতে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখান থেকে তিনি কৌশলে পালিয়ে যান। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ চার পুলিশ সদস্যকে ক্লোজড করে তদন্ত শুরু করে।
ঢাকায় তার অবস্থান শনাক্ত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে তার পলায়ন ও গ্রেপ্তার ঘিরে স্থানীয় রাজনীতি ও প্রশাসনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিনকে বরিশালে এনে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।