মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস আগে সংঘটিত হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম O সাবেক এমপি মেরিনা জাহান কবিতাসহ আওয়ামী লীগের ৭৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০–১২০ জনকে মামলার আসামি করা হয়েছে।
ঘটনার প্রায় ৯ মাস পর, গত ১২ মে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান তুষার বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলাটি দায়ের করেন।
✅ গ্রেপ্তার শুরু, অভিযান চলছে
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান,
“মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।”
🧾 প্রধান আসামির তালিকায় যাঁরা আছেন:
- সাবেক এমপি চয়ন ইসলাম
- তাঁর বোন, সাবেক এমপি মেরিনা জাহান কবিতা
- কবিতার ছেলে সুমগ্ন করিম
- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ কাজল
- সহসভাপতি সাইফুল ইসলাম
- সহসাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদী O মোস্তাক আহমেদ
- কোষাধ্যক্ষ সালাম ব্যাপারী
- Member মনসুর মোল্লা O সালাম ফকির
- যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন
- উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুর হক দিনার Others.
📌 Background of the incident:
উল্লেখ্য, ২০২৪ সালে শাহজাদপুরে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।