নরসিংদীর শিবপুর উপজেলার হাবিবুল্লাহ ভূঁইয়া (২০) ইউরোপে যাওয়ার স্বপ্নে দালালদের খপ্পরে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক দালাল তাকে রাশিয়ায় নিয়ে যায় এবং ২০ লাখ টাকায় রুশ সেনাবাহিনীর হাতে তুলে দেয়।
২০২৪ সালের ডিসেম্বর মাসে তাকে ওমরাহ ভিসায় সৌদি আরবে নেওয়া হয়, সেখান থেকে তুরস্ক হয়ে রাশিয়ায় পৌঁছান হাবিবুল্লাহ। পরে তাকে জোরপূর্বক রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়।
গত ২৭ মার্চ ইউক্রেনীয় বাহিনীর হামলায় তিনি নিহত হন। এ খবর পরিবার জানতে পারে তার এক সহযোদ্ধার মাধ্যমে। ছেলের এমন করুণ পরিণতিতে শোকে পাগলপ্রায় হাবিবুল্লাহর পরিবার।
তার বাবা আবু সিদ্দিক ভূঁইয়া জানান, ছেলে শুধু ইউরোপে গিয়ে ভালো একটা জীবন গড়তে চেয়েছিল। দালালদের প্রলোভনে পড়ে তাকে যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হয়েছে। মা মানসুরা বেগম সরকারের কাছে ছেলের মরদেহ ফেরত আনার অনুরোধ জানান এবং দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
জেলা প্রশাসক জানান, আনুষ্ঠানিক তথ্য পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় মরদেহ ফেরানোর চেষ্টা করা হবে।
এই ঘটনার মধ্য দিয়ে মানবপাচার, মিথ্যা আশ্বাস এবং দালাল চক্রের নিষ্ঠুর বাস্তবতা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।