ভারত-পাকিস্তান সীমান্তে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট তাদের নির্ধারিত রুট পরিবর্তন করেছে।
ফ্লাইটগুলো ছিল—তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকাগামী টার্কিশ এয়ারলাইনস (TK-712) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট (J9-531 ও J9-533)। এই তিনটি ফ্লাইটেরই পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে হামলার ঘটনার পর সেই পথ অনিরাপদ বিবেচিত হওয়ায় ভিন্ন গন্তব্যে পাঠানো হয় ফ্লাইটগুলো।
টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট TK-712 পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরা এয়ারওয়েজের J9-531 ফ্লাইটটি ঢাকায় না এসে দুবাইয়ে অবতরণ করে। অন্যদিকে, J9-533 ফ্লাইটটি কুয়েত থেকে উড্ডয়নের পর মাঝপথেই ফিরে যায় কুয়েত সিটিতে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ভারত-পাকিস্তান আকাশপথকে বর্তমানে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আজ সকাল থেকে ডাইভার্টেড ফ্লাইটগুলো আবার ঢাকায় এসে পৌঁছাতে শুরু করেছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তা এবং রুট ব্যবস্থাপনায় সতর্কতা আরও জোরদার করা হয়েছে।