ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের শোভাযাত্রার জন্য তৈরি ‘ফ্যাসিস্ট মুখাবয়ব’ মোটিফে আগুন দেওয়া যুবককে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের ভাষ্যমতে, ওই যুবকের নাম রবিউল ইসলাম রাকিব। তিনি আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং সূর্যসেন হলের আবাসিক।
প্রক্টরের দাবি, রাকিব আগে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে চলতি বছরের ৫ আগস্টের আগেই সেই সম্পৃক্ততা শেষ হয়।
ঘটনাটি ঘটে ১২ এপ্রিল শনিবার ভোরে, আনুমানিক ৪টা ৪৪ মিনিটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক রাস্তার উল্টো দিক থেকে এসে চারুকলার প্রধান ফটকের পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। তখন গেটে কোনো প্রহরী উপস্থিত ছিল না। যুবকটি সরাসরি মোটিফের কাছে গিয়ে আগুন ধরান এবং এক মিনিটের ব্যবধানে পুনরায় আগুন উসকে দেন। এরপর তিনি দেয়াল পেরিয়ে বের হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যান। পুরো ঘটনাটি শেষ হতে সময় লাগে মাত্র সাড়ে তিন মিনিট।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে।