কাতারের দোহায় আয়োজিত আর্খনা শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। আলোচনার মূল বিষয় ছিল—বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট পরিষেবা চালুর চূড়ান্ত প্রস্তুতি।
দীর্ঘদিন ইলোন মাস্কের সঙ্গে কাজ করা লরেন ড্রেয়ার জানান, প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য স্পেসএক্স মে মাসের মধ্যেই সম্পূর্ণ প্রস্তুত থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা প্রায় শেষ ধাপে পৌঁছে গেছি।’ অধ্যাপক ইউনূসও জানান, বাংলাদেশের মানুষ এই প্রযুক্তি সেবা চালুর জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। তার ভাষায়, ‘মানুষ দিন গুনছে। সময় এলে আমরা বড় পরিসরে তা উদযাপন করবো।’
আলোচনায় আরও জানানো হয়, সেবা চালু হওয়ার প্রক্রিয়া শুরু হবে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তিগত রোলআউটের মাধ্যমে। কিছু চূড়ান্ত বিষয়ের সমাধান হলেই তা শুরু হবে। পাশাপাশি, ইলোন মাস্কের আরেক উদ্যোগ পেপ্যালকেও ডিজিটাল লেনদেন সহায়ক হিসেবে যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
ড্রেয়ার এই উদ্যোগকে শুরু থেকেই সবচেয়ে সুসংগঠিত ও কার্যকর অংশীদারিত্বগুলোর একটি বলে উল্লেখ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।