পদ্মা সেতু দুর্নীতি মামলায় নতুন করে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন—দুদক। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনঃঅনুসন্ধানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত তাদের হাতে এসেছে। এখন সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে কার কী ভূমিকা ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে কমিশন। এতে উঠে এসেছে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও অন্য সংশ্লিষ্টদের সংশ্লিষ্টতার নানা দিক। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে এই মামলাকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। সে সময় গঠন করা হয় একটি উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। ২০১২ সালে একই ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করেছিল দুদক। তখন পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল বিশ্ব ব্যাংক। সেই সময় সাতজনকে আসামি করে মামলা করা হয়, যার মধ্যে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। কিন্তু রহস্যজনকভাবে পরে মামলাটি স্থগিত করে দেয় তৎকালীন দুদক কমিশন, যার নেতৃত্বে ছিলেন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চপ্পু। তবে ২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বদলে যায় পরিস্থিতি। নতুন সরকার ও প্রশাসনের অধীনে দুর্নীতি বিষয়ক পুরনো ফাইলগুলো আবারও খোলা হচ্ছে। বিশেষ করে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পে পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ঘুষ, সুবিধা আদান-প্রদান বা বেআইনি আর্থিক লেনদেনের বিষয়গুলো নিয়ে ফের অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান কর্মকর্তারা বলছেন, এবার যে তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তা আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য এবং আদালতে উপস্থাপনযোগ্য। ফলে অনেকেই ধারণা করছেন, এতদিন যেসব প্রশ্ন চাপা ছিল, এবার সেসব প্রশ্নের উত্তর সামনে আসবে। তদন্তে প্রমাণিত হলে নতুন করে মামলার কার্যক্রম শুরু হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছেন কমিশনের একাধিক কর্মকর্তা। সব মিলিয়ে বহু বিতর্কের জন্ম দেওয়া পদ্মা সেতু দুর্নীতির ঘটনায় ফের গতি আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Trending
- উজিরপুরে খ্রিস্টান পল্লীতে গভীর রাতে হামলা, অগ্নিসংযোগ ও ছাগল লুটের অভিযোগ
- যশোরে অসহায় মা-মেয়ের সরকারি চাল আত্মসাত: আওয়ামী লীগ নেতা জনরোষে পালালেন
- হঠাৎ সেমিস্টার ফি বাড়ানোর প্রতিবাদে বেরোবি শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
- সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার, ডাকাতির অভিযোগে চাঞ্চল্য
- পীরগঞ্জে শিশু বিক্রি সিন্ডিকেটের কবলে মা, ৯ দিন পর ফিরে পেল নবজাতক সন্তান
- মাঠের কুল ক্যাপ্টেন ধোনি এবার ‘ক্যাপ্টেন কুল ‘ ট্রেডমার্ক পেলো
- উজিরপুরে খাদ্য গুদাম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
- উজিরপুরে স্বামীর বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ, স্ত্রী হাসপাতালে ভর্তি