বিশ্বখ্যাত সুন্দরবনের পরিবেশ রক্ষায় বড় সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার (১২ মে) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে—সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন করা যাবে না।
এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ অনুযায়ী ঘোষিত ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)’ ঘোষণার আওতায়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান।
তবে পরিবেশবান্ধব এবং দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে নেয়া পরিকল্পিত কার্যক্রম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
সরকার বলছে, এই পদক্ষেপ সুন্দরবনের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ইসিএ এলাকায় আগেও বিভিন্ন শিল্প ও প্রকল্প স্থাপনের ফলে জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ ছিল। নতুন এই সিদ্ধান্তে বনাঞ্চল সংলগ্ন এলাকা আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন পরিবেশবিদরা।
এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বাংলাদেশসহ বিশ্বমানের পরিবেশ সংরক্ষণের একটি দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।