ঢাকার চারপাশে আধুনিক ও পরিবেশবান্ধব ব্লু নেটওয়ার্ক গড়ে তুলতে দ্রুত গতিতে কাজ করছে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ইতোমধ্যে রাজধানীর অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলছে এবং ২০২৫ সালের মধ্যেই আরও ১২টি খাল দখল ও দূষণমুক্ত করে পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনারের প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলায়নির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকার পানি ভবনের সম্মেলন কক্ষে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। আলোচনায় উঠে আসে, ঢাকার চারপাশ ঘিরে থাকা চারটি নদী—বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যাকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করা হবে।
রিজওয়ানা হাসান বলেন, “সবচেয়ে আশার কথা হলো, পানি উন্নয়ন বোর্ড এখন জনগণের কাছে সাড়া দিচ্ছে। কোনো খবর প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে, মাঠে গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে—যার ফলে মানুষের আস্থা ফিরছে। এটাই আমাদের সাফল্য।”
তিনি আরও জানান, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু প্রকৌশল নয়, সামাজিক দায়িত্ববোধও জরুরি। একজন প্রকৌশলী ও একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় ঘটিয়ে জনগণের বাস্তব চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
উপদেষ্টা তিনটি প্রধান সমস্যার দিকেও দৃষ্টি আকর্ষণ করেন: বন্যা ও নদীভাঙন, সেচের জন্য পর্যাপ্ত পানি না পাওয়া এবং পলি জমে জলধারার পরিবর্তন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বিষয় মাথায় রেখে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম চৌবে এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলকে ঢাকার জলসম্পদ রক্ষা ও পরিবেশ উন্নয়নে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান উপদেষ্টা।