আগামীকাল (১০ জুলাই) সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি জানিয়েছেন, এবারের ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধার ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। অতীতের মতো ফুলিয়ে-ফাঁপিয়ে নম্বর দিয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়িয়ে তোলার চর্চা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
আজ বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)–কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা দিয়েছে, সেই অনুযায়ী সঠিক মূল্যায়নের ভিত্তিতে তাদের ফলাফল প্রকাশ করা হচ্ছে। আগে যেমন ফলাফল নিয়ে ফটোসেশন হতো, প্রধানমন্ত্রীর কাছে ফলাফল বই নিয়ে যাওয়া হতো, আমরা সেই অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা থেকে সরে এসেছি।”
তিনি জানান, এবারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ড থেকে সরাসরি ফলাফল ঘোষণা করবেন। শিক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা অনলাইনে ফল জানতে পারবে। এ বিষয়ে বোর্ডগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ড. রফিকুল আবরার বলেন, “গত ১৬ বছরে শাসকগোষ্ঠী তাদের সাফল্য দেখাতে কৃত্রিমভাবে পাসের হার ও জিপিএ-৫ বাড়িয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই অবিচার থেকে বের হয়ে আসছি।”
তিনি আরও বলেন, “এবার প্রশ্নপত্র ফাঁস রোধে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষক, অভিভাবক সবাই মিলে সততা রক্ষা করেছে। শিক্ষার্থীরাও নকল থেকে দূরে ছিল।”
শিক্ষা উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং শিক্ষার্থীরা প্রকৃত মেধার ভিত্তিতেই পাবলিক পরীক্ষায় ফলাফল পাবে।
তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষার ফল দুই মাসেরও কম সময়ে প্রকাশ করা হচ্ছে। আগে তিন মাস বা তারও বেশি সময় লাগত। এবার সময় বাঁচিয়ে শিক্ষার্থীদের দুই মাস বেশি ক্লাস করার সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করবে।