কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে সিলেট শহরে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে নগরীর রিকাবীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—নির্মলেন্দু দাশ রানা রিকাবীবাজারের ফাতেমা রেস্টুরেন্টে খেতে গেলে মুখোশ পরা একদল লোক তাকে ঘিরে ধরে। এরপর তাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে তারা। এক যুবক হেলমেট দিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন, অন্যজন শার্টের কলার ধরে টানতে টানতে তাকে মদন মোহন কলেজের গেটের ভেতরে নিয়ে পুনরায় মারধর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রানাকে উদ্ধার করে। তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রানা পলাতক ছিলেন। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা রয়েছে। তাকে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আদালতে পাঠানো হবে।”
পুলিশ সূত্রে জানা যায়, রানার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় ছিলেন।