Shawn Bepari
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে গেজেটেড পদমর্যাদার রায় পাওয়ায় রীট দায়েরকারী বাদীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার (৩ মে) সকাল ১১টায় উপজেলার নাওডোবা পদ্মা ভ্যালি রিসোর্টে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনজুরুল বাসারের সভাপতিত্বে এবং জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ও সখিপুর থানা শাখার সাধারণ-সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজ ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, “প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই রায়ের ফলে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দীর্ঘদিনের চাহিত ন্যায্য অধিকার ফিরে পেলেন।”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, শেখ মোহাম্মদ ছায়িদ উল্লাহ, মোহাম্মাদ ওবায়েদুর রহমান, সহ সাধারণ-সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সহ জনকল্যাণ সম্পাদক ফারুক আহমেদ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাবারক হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক হাসনা হেনা সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে রীট দায়েরকারী প্রধান শিক্ষকগণকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় স্থানীয় শিক্ষক সমাজ, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।