Barisal Correspondent
বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী সিকদারকে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা ওসন্মান প্রদর্শনের মাধ্যমে ইউনিয়নের দেউলী গ্রামের নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

২৩/৩/২০২৫ ইং সকাল ৯ টায় মরহুমের নিজের হাতে গড়া বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও কাঞ্চন সিকদার বিদ্যানিকেতন প্রাঙ্গন মাঠে তাকে রাষ্ট্রীয় ভাবে গার্ড অব অর্নার প্রদান এবং জানাযা সম্পন্ন হয়।
বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভুমি তন্ময় হালদার রাষ্ট্রের পক্ষে মরহুম কাঞ্চন আলী সিকদারকে সালাম জানান। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত কফিনে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার দেন। এবং বিউগলে করুন সুর বাজানো হয় ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ মাত্র এক সপ্তাহ আগে কাঞ্চন আলী সিকদারের স্ত্রী মৃত্যু বরন করেন ও তিন বছর আগে তার ছেলে অধ্যক্ষ জুবায়ের আলম পারভেজ মারা যায়।
অত্যন্ত চৌকস, দক্ষ মেধাবী ব্যক্তি মুক্তি যোদ্ধা কাঞ্চন আলী সিকদার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকুরী করেছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ।
Md. Zahidul Islam