Staff Reporter:
সকল প্রাথমিক প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান। তিনি আরও বলেন চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের জন্য ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলীর ব্যবস্থা করা হবে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (৩ মে) সকাল দশটায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসি পরিচালক মো: কামরুল হাসান, ঢাকা বিভাগীয় উপপরিচালক মো: আলী রেজা, একীভূত শিক্ষার সহকারী পরিচালক রোকসানা পারভীন, ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মহিউদ্দিন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন প্রমুখ।
Tanvir Tuhin