Md. Rahad Ali Sarkar – Maritime University Representative
নবনিযুক্ত মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী সাক্ষাৎ করেছেন।আজ (১৭ই মার্চ) সকালে তিনি এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার্থীদের সাম্প্রতিক দাবি এবং চট্টগ্রামের হামিদচরে স্থায়ী ক্যাম্পাসে দ্রুত স্থানান্তরের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার (ড. চৌধুরী রফিকুল আবরার) বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে হামিদচরে স্থায়ী ক্যাম্পাস স্থাপন ও নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে তাঁর আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
তিনি বলেন, দেশের সমুদ্র খাতের টেকসই উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি গঠন, আধুনিক প্রযুক্তির উদ্ভাবন এবং গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।