২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ফলাফল হয়েছে বাস্তব মূল্যায়নের ভিত্তিতে—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার খাতা মূল্যায়নে কোনো ‘ওভার মার্কিং’ বা ‘আন্ডার মার্কিং’ হয়নি। ফলে প্রকাশিত ফলাফলে প্রকৃত পাসের হার প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, “আগের বছরগুলোতে সাবজেক্ট ম্যাপিং ও অতিরিক্ত নম্বর দেওয়ার মাধ্যমে পাসের হার কৃত্রিমভাবে বাড়ানো হতো। কিন্তু এবার তা থেকে সরে এসে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতার ভিত্তিতে ফল নির্ধারণ করা হয়েছে।”
চলতি বছর পাস করেছে মোট ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ।
বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি পাসের হার রাজশাহী বোর্ডে—৭৭.৬৩ শতাংশ। এরপর রয়েছে যশোর (৭৩.৬৯%), কারিগরি (৭৩.৬৩%), চট্টগ্রাম (৭২.০৭%) এবং সিলেট (৬৮.৫৭%) বোর্ড। সবচেয়ে কম পাসের হার বরিশাল বোর্ডে—৫৬.৩৮ শতাংশ।
চেয়ারম্যান জানান, বাস্তব মূল্যায়নের কারণে এবার ফলাফল তুলনামূলক কম মনে হতে পারে, তবে এটি অনেক বেশি গ্রহণযোগ্য এবং শিক্ষার্থীদের প্রকৃত অবস্থান তুলে ধরে। এই পরিবর্তন শিক্ষার মান উন্নয়নে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি।