ঢাকার উত্তরা এলাকার দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। কিছুক্ষণের মধ্যেই সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি একটি ক্যানটিন সংলগ্ন ক্লাসরুমে আঘাত করে, এতে শিক্ষাপ্রতিষ্ঠানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবির দুটি প্লাটুন মোতায়েন রয়েছে। নিরাপত্তা ও উদ্ধার কাজ চলমান রয়েছে। স্থানীয় মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কর্তৃপক্ষ দ্রুত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেছে।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত নয়। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট বাহিনী কাজ শুরু করেছে।