ফেনীতে টানা বৃষ্টিপাতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় শহরে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে ফেনী আবহাওয়া অফিস, যা এ মৌসুমের সর্বোচ্চ।
মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায় শহরের একাধিক এলাকায় পানি জমে গেছে। শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমি রোড, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড ও পেট্রোবাংলা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
অবিরাম বৃষ্টিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মুহুরী নদীর চারটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পাশাপাশি সিলোনিয়া নদীর পানিও বিপৎসীমায় পৌঁছেছে।
জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও শ্রমজীবী মানুষ। অনেক জায়গায় রিকশা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লোকজনকে পায়ে হেঁটে চলতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, শহরের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় পানি নামছে ধীরে ধীরে। এতে দুর্ভোগ বেড়েছে আরও।
ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “জেলা প্রশাসন তৎপর রয়েছে। কেউ বিপদে পড়লে সরাসরি আমাকে ফোন দিতে পারেন।”
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, চলমান বৃষ্টি এ বছরের সর্বোচ্চ এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।