নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদন উপজেলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৩ মে মদন থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখ হারানো চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, ককটেল নিক্ষেপ ও সহিংসতায় মেহেদী হাসান গুরুতর আহত হন এবং একটি চোখ হারান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, “বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার (২৫ মে) নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।